রাজধানীতে ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু

রাজধানীর সবুজবাগে ঘরে ঢোকা চোরকে দেখে ফেলায় ছুরিকাঘাতে প্রাণ গেলো এক নারীর।

১৪ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাড়ির ছাদ থেকে কথিত চোর মনিরকে গ্রেফতার করে।

সবুজবাগের নন্দিপাড়ার ৭তলা এই ভবনের চতুর্থ তলায় স্বামী ও আট মাসের শিশুকে নিয়ে বসবাস করতেন জান্নাতুল ফিরদৌস।

সবুজবাগ থানার উপ পরিদর্শক তৌফিকুর রহমান ও স্বজরা জানায়, সোমবার রাত আটটার পর এই বাসায় খাবার পানি বিতরণের দায়িত্বে থাকা মনির চুরি করতে ঢুকলে তাকে দেখে ফেলে জান্নাত।

এসময় তার সাথে ধস্তাধস্তি হলে একপর্যায়ে মনির তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জান্নাতকে হত্যার পর মনির ঐ ভবনের ছাদে লুকিয়ে থাকলে পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

চুরির উদ্দেশ্যে মনির ঐ বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও হতাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।