রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

দক্ষিণ চীন সাগরের ‘নো-ফ্লাই জোনে’ রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন। দু’দেশের চলমান উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএফ-২১ ডি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি রণতরীতে সফলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে বেইজিং।

কিংহাই প্রদেশ থেকে ছোঁড়া হয় অন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-২৬বি। দেশটির কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের ‘নো-ফ্লাই জোন’ এলাকায় মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি দেখা যাওয়ার পরই বুধবার এ মিসাইল দুটি ছুঁড়েছে বেইজিং।

মিসাইলটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে তারা। মার্কিন গোয়েন্দা বিমান ইউ-২ অনুমতি ছাড়াই চীনের ‘নো-ফ্লাই জোনে’ ঢুকে পড়ে। ওই সময় বোহাই সমুদ্র উপকূলে চীনা নৌবাহিনীর মহড়া চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং জানান, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের স্বাভাবিক প্রশিক্ষণ ও মহড়া মারাত্মকভাবে ব্যাহত করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মার্কিন গোয়েন্দা বাহিনীর উপস্থিতিকে উস্কানিমূলক আখ্যা দিয়ে, এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।