রংপুরে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

রংপুর : রংপুরে ক্লু-লেস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নগরী ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নগরীর হরিরাম মাল পাড়া এলাকার মৃত মনছুর আলীর ছেলে সুজন মিয়া, মৃত লুৎফর রহমানের ছেলে নুরুজ্জামান রানা, আফজাল হোসেনের ছেলে মইন আহমেদ খাজা ও গঙ্গাচড়া উপজেলার মধ্যপাড়া জয়দেব গ্রামের আব্দুস সামাদের ছেলে সুলতান মাহমুদ।

জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা গ্রামের আবু হেনা মোস্তফার ছেলে ইসমাইল হোসেন ওরফে রায়হান নগরীর একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করত। সে গত ১৫ অক্টোবর রাতে বাইসাইকেলে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি।

পরদিন সকালে নগরীর ৫ নং ওয়ার্ডের চিলারঝাড় এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যা করে বাইসাইকেল ও টাকা-পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কারা ইসমাইলকে হত্যা করেছে এ বিষয়ে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না।

মামলাটি তদন্তের দায়িত্ব পান রংপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক মো. লুৎফর রহমান। তদন্ত শেষে রোববার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।