রংপুরে নানা কর্মসূচির মধ্যে বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে নানা কর্মসূচির মধ্যে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেলাসহ তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে রোকেয়ার  স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করে। প্রথমে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ,  মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, স্মৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

এ সময় বিভাগীয় কমিশনার তিন দিনব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন করেন। মেলার রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অন্যদিকে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।