যেভাবে সন্তানের বায়না সামলাবেন

ছোট হোক বা বড়, ছেলেমেয়ের নানা সময় বায়না সামলাতে সব মা-বাবাকেই হিমশিম খেতে হয়। মাঝে মাঝে বকাঝকা করেন আবার আদর দিয়েও ভুলানো যায়।
তবে সন্তানদের বকাঝকা বেশি না করাই ভালো। আবার অন্যদিকে আদর করে বায়নার জিনিসটা দিতেও দ্বিধা হয়। কারণ এতেও শিশুটি জেদি হয়ে যায়।

কীভাবে সন্তানদের বায়না সামলাবেন

১.এখন বেশিরভাগ মা-বাবা দুজনেই চাকরি করেন। সন্তানকে সময় দিতে পারেননা। এই অপরাধবোধ থেকেই আপনার সন্তান যখন যা চাচ্ছে, সেটা সঙ্গে সঙ্গেই দিচ্ছেন। সারাক্ষণ দামি জিনিস দিয়ে বাচ্চার অভাব পূরণের চেষ্টা করছেন। এমনটা করবেন না। সঙ্গে সঙ্গে কোনো আবদার পূরণ করবেন না। এতে করে তার আশা বাড়তে থাকবে।

২.ছোট থেকেই সন্তানের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। এতে করে তার অযথা বায়না করা কমে আসবে। ।

৩.ভাই বা বোনের সঙ্গে ভাগাভাগি করে খেলনা বা খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন। এভাবে ভাগ করে নেয়ার মানসিকতা বাচ্চার মধ্যে ধীরে ধীরে গড়ে তুলুন। এতে করে বিশেষ কিছু চাওয়ার প্রতি অন্যায় আবদার করার প্রবণতা অনেকটাই কমে আসবে।

৪.ছোটবেলায় অনেক শিশুরই বিশেষ কিছু জিনিস যেমন গাড়ি, এরোপ্লেন, ট্রেন বা পুতুলের প্রতি আকর্ষণ থাকে। শপিং মলে বা অন্য কারো বাড়িতে বেড়াতে গেলে ওই জিনিসগুলো নেয়ার জন্য খুব বায়না করে। এই সময় অন্যদিকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। বোঝানোর চেষ্টা করুন এটা এখন নেয়া সম্ভব নয়। এগুলো পরেও নেয়া যাবে। তাকে এই সময়ে বাইরের কোনো কিছুতে জড়ানোর চেষ্টাও করতে পারেন।

৫.ছুটির দিনগুলোতে সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে যান। তাহলে ঘোরা নিয়ে বাচ্চার আগ্রহ বাড়বে। এতে করে আগ্রহের ক্ষেত্রটা বাড়লে কোনো একটা জিনিস নিয়ে বায়না করার মনোভাব কমে যাবে।