যেভাবে দূর করবেন আপনার মেছতা

আমাদের মুখে যাদের মেছতা আছে তাঁরা যখন আয়নার সামনে দারাই মনটা খারাপ হয়ে যায় মুখের ছোট ছোট বাদামি স্পট মেছতা দেখে।

আমরা অনেকেই উন্নত মানের নানান ধরেনের ক্রিম চিন্তা করে থাকি । কিন্তু উন্নত মানের ক্রিম এর সঠিক নিয়ম না মেনে চলার ফলে ত্বকের অবস্থা আরও বেশি ক্ষতি হয় ।

আপনার ত্বকে মেছতা দেখা দিলে প্রয়োজনে  শুরুতেই বাড়িতে যত্ন নিন

নিজের ঘরেই আপনি মেছতা দূর করতে পারেনঃ

টকদই মেছতা দূর করতে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন ত্বকে টক দই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেছতা দূর করে ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে দেবে

লেবুর রসে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন

অল্প আমন্ড অয়েল গরম করে ২ থেকে ৩ ফোঁটা নিয়ে মেছতার জায়গায় ম্যাসাজ করুন। ঘণ্টা খানেক রেখে ধুয়ে নিন

তেল গরম করে সারামুখে ম্যাসাজ করুন। যতক্ষণ না ত্বক তেল শুষে নেয় ততক্ষণ ম্যাসাজ করুন। এবার ঘণ্টাখানেক রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন

বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হবেন। রোদে গেলে অবশ্যই ছাতা, মাস্ক ও সানগ্লাস ব্যবহার করুন।