যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে আরো এক কৃষ্ণাঙ্গের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশি নির্যাতনে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর খবর পাওয়া গেছে। গেল মার্চে এ ঘটনা ঘটলেও বুধবার ঐ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে।

এদিকে, যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী মাঠ।

কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক ও ব্রেয়োনা টেইলরকে গুলির ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তবে সহিংসতা দমনে আবারও পুলিশ ও প্রশাসনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মার্চে মানসিকভাবে অসুস্থ্য ড্যানিয়েল প্রুডকে সাহায্যের জন্য পুলিশকে ফোন করা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তাকে নিভৃত করার নামে মাটিতে ফেলে প্রুডের মাথা চেপে ধরে পুলিশ। এর এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪১ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ। বুধবার বিষয়টি জানাজানি হলে অনলাইনে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যেই পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন ড্যানিয়েল প্রুডের স্বজনরা।