যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

ঘূর্ণিঝড় ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইসাইয়াস। স্থানীয় সময় সোমবার (০৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় ইসাইয়াস মারটল সৈকতে আঘাত হানে।

এতে উপকূলবর্তী বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, ওয়াশিংটনসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বন্যার সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছু গাছপালা ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।