যুক্তরাজ্যে পালিয়ে থাকা দুজনকে হস্তান্তরের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুক্তরাজ্যে পালিয়ে থাকা মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব দেয়া হয়েছে।

রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী তার নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্টের কাছে আমরা প্রস্তাব দিয়েছি আসামিদের হস্তান্তরের বিষয়ে। আসা করি অবিলম্বে এই আলোচনা শুরু হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আগামীকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসবেন। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের জন্য তার কাছে প্রস্তাব দেয়া হবে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সরানোর জন্য মন্ত্রণালয়ে হাইকোর্টের দেওয়া চিঠির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইনমন্ত্রী কোন মন্তব্য করেননি।