যারা যুদ্ধাপরাধীদের লালন করছেন এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে তাদের হুঁশিয়ারি দিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আপনারা সাবধান হয়ে যান। এদেশের মানুষ আপনাদের ষড়যন্ত্র টের পেয়ে গেছে। যারা যুদ্ধাপরাধীদের লালন করছেন এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে তাদের বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

 

রোববার জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে লাল পতাকা মিছিল শেষে প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এ মিছিলের আয়োজন করে।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে শ্রমিকদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার নির্দেশ দেন তিনি।

 

তিনি বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি ফ্লাটফর্ম তৈরি করতে পেরেছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে কোনো যুদ্ধাপরাধী থাকতে পারবে না এবং তাদের কোনো উত্তরসূরিও থাকতে পারবে না।’

 

তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারেনি তারা আজ নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর একটি অংশ তাদের পৃষ্ঠপোষকতা করছে। কোনো যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষক বাংলার মাটিতে থাকতে পারবে না। ’