যশোরে বোমা ফাটিয়ে ছিনতাই

যশোরে বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটরপার্টস ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার পাশে ইউসিবিএল ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার সময় অদূরে টহল পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকলেও তারা ছিনতাইকারীদের ধরতে কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে। অবশ্য পুলিশ বলছে, তারা ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার ফুটেজ পেয়েছে। ছিনতাইকারী ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মনিরুজ্জামান।

আহত ব্যবসায়ী ইমন জানান, এনামুল হককে নিয়ে মোটরসাইকেলে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে যাই। ব্যাংকের সামনে নামতেই দুই ছিনতাইকারী এনামুল হককে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বোমা ফাটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে স্থানীয় দোকানদাররা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় অদূরে টহল পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকলেও তারা ছিনতাইকারীদের ধরতে কোনো ভূমিকা রাখেনি।

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।