যশোরে আটক তিন ডাকাত আদালতে

শার্শা

যশোরের শার্শায় ডাকাতি প্রস্তুতিকালে আটক তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২ টায় আটকদের বিরুদ্ধে মামলা করে যশোর আদালতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার ভোরে শার্শার নাভরণ রেল ষ্টেশন এলাকা থেকে শার্শা থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, নাটোরের কইগাড়ি কৃষনোপুর গ্রামের জমসেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৬), যশোরের শার্শা উপজেলার যাদপপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন (২২) ও বাবুল গাজীর ছেলে হৃদয় (২৪)।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে শার্শার নাভরণ রেলষ্টেশন এলাকার শাওন গাজীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি চলছে। এসময় পুলিশ অভিযান চালালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি চাকু ও একটি খেলনা পিস্তল তাদের কাছে পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, এ ঘটনায় ৩ জনকে আসামী ও আরো ৪ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলা হয়েছে। আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।