যশোরের একটি আবাসিক হোটেলে অগ্নি দুর্ঘটনা

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোর শহরের রেলরোডে আবাসিক হোটেল শামীমে রবিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল শামীমের পাঁচতলা ভবনের ওপর তলার চিলেকোঠা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া দ্রুত আরও বেশি হতে থাকলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখ দেয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ছুটে আসেন। তারা প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন।


হোটেলের ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, চিলেকোঠায় তাদের স্টোর। সেখানে হোটেলের লেপ-বালিশ থাকে। হয়ত বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। যোগাযোগ করা হলে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর স্টাফ অফিসার মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তিনি বলেন, আগুনের কারণে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে