যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নূরু মোল্যা (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ মার্চ) দুপুরে উপজেলার আলীপুর এলাকায় খুলনা থেকে চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা মেইল ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত নূরু মোল্যা অভয়নগর উপজেলার বাগদহ গ্রামের সাহেব আলী মোল্যার ছেলে। নিহতের স্বজন ইকবাল হোসেন জানান, নূরু মিয়া ব্যাটারিচালিত ভ্যান চলাতেন। সোমবার দুপুরে একটি আটো রাইস মিল থেকে চাল আনতে তিনি ভ্যান চালিয়ে আমডাঙ্গা যাওয়ার পথে আলীপুর রেল ক্রসিংয়ের ওপর উঠে পড়েন। এ সময় খুলনা থেকে চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা মেইল ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম বলেন, মহানন্দা মেইল ট্রেনে কাটা পড়ে ভ্যানচালক নূরু মোল্যা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আলীপুর রেল ক্রসিংয়ে কোনও গেটম্যান নেই।