ময়মনসিংহ থেকে গ্রেফতার ধামরাইয়ের ধর্ষণ মামলার আসামি

ঢাকার ধামরাইয়ে এক স্কুলশিক্ষার্থীকে (১৪) ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় এনভয় টেক্সইলস লিমিটেড কারখানা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ১৯ অক্টোবর ধামরাই থানায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের ফজল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চৌহাট ইউনিয়নের বাঙলা গ্রামের একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার সময় পথে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন প্রতিবেশী জাহিদুল। পরে বিয়ের প্রস্তাবেও সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয় ওঠেন তিনি। গত ২৫ মে বিকেলে নিজ বাড়ি থেকে পাইকপাড়া দাদির বাড়ি যাচ্ছিল ওই শিক্ষার্থী। বাঙলা এলাকার নির্জন স্থানে গেলে জাহিদুল পেছন থেকে গামছা দিয়ে ওই শিক্ষার্থীর মুখ বেঁধে ফেলেন। পরে টেনেহিঁচড়ে রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনার পর ৭ জুলাই ভুক্তভোগীকে নিজ বাড়িতে ডেকে নেন প্রতিবেশী জাহিদুলের মা জহুরা বেগম। পরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই শিক্ষার্থীকে হত্যাচেষ্টা করা হয়। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবু সাঈদ জানান, গত ১৯ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

এ ঘটনায় ময়মনসিংহের ভালুকা থেকে জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।