ময়মনসিংহের সড়ক দূর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (০৯ অক্টোবর) বেলা তিনটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের গালাহায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের গালাহার নামক স্থানে সিলেট থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ নামে এক যুবক (২০) মারা যায়। তার বাড়ি হালুয়াঘাটের গোবড়াকুড়া। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাব্বির নামে আরও এক যুবক মারা যায়। তার বাড়ি নরসিংদীর মনোহরদী।

গুরুতর আহত হয় হালুয়াঘাটের জয়নাল আবেদীনের ছেলে মাহিন (৮), নরসিংদীর মনোহরদীর নাছির মিয়া (৫০), নূর ইসলাম (৪৫)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।