ময়মনসিংহের তিনটি এলাকা রেড জোন ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের তিনটি এলাকা ও ভালুকা উপজেলার একটি ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রেড জোন এলাকাগুলো হলো- ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকা, কাঁচিঝুলি ও আকুয়া এলাকা এবং ময়মনসিংহ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন।

রোববার (১৪ জুন) দুপুরে ডিজিটাল মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত একটি সভা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার আহমার উজ্জামান ও সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এসব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং রেড জোন চিহ্নিত এলাকায় লাল পতাকা উত্তোলন, মানুষের চলাচল ও দোকানপাট সীমিত করার জন্য কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, ময়মনসিংহে এ পর্যন্ত ৮২৯ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪০৪ জনই সদর উপজেলার। আর সিটি এলাকার ৩৯০ রোগীর অধিকাংশই কাঁচিঝুলি, আকুয়া, চরপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকার। এছাড়াও ভালুকা উপজেলার মোট ১৫৩ জন রোগীর মধ্যে ৮৪ জনই হবিরবাড়ী ইউনিয়নের।