মৌ মেলা শুরু ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে তিন দিনব্যাপী জাতীয় মৌ মেলা শুরু হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। এবারের মেলার প্রতিপাদ্য- অধিক ফলন, পুষ্টি ও আয়ের জন্য মৌ চাষ।

ফার্মগেটের আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। মেলা শেষ হবে ১২ মার্চ।

বাণিজ্যিক মৌ চাষ সম্প্রসারণ, মধু উৎপাদন, মৌ চাষে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মধু চাষীদের উদ্বুদ্ধকরণ, উৎপাদন বৃদ্ধি ও মধু রফতানি বাড়াতে ২০১৬ সালে দেশে প্রথমবারের মতো মৌ মেলার আয়োজন করা হয়।