মৌলভীবাজারে ১৫০০ পরিবার পেল সরকারি চাল

চাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) জেলার পৌরসভা আনুষ্ঠানিকভাবে তিনটি ওয়ার্ডের ১৫০০ অসহায় পরিবারকে ভিজিএফ-এর চাল বিতরণ করে। স্থানীয় এমপি নেছার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চালবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

মৌলভীবাজার পৌরসভার দেয়া তথ্যমতে, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪৬২১ জন অসহায় পরিবারকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ-এর আওতায় নেয়া হয়েছে। এতে প্রত্যেক অসহায় পরিবারের লোকজনকে প্রতিজনে ১০ কেজি করে চাল দেয়া হবে।

ইতোমধ্যে আজ সকাল সাড়ে দশটায় পৌর জনমিলন কেন্দ্রে পৌরসভার তিনটি ওয়ার্ডের (১,২ ও ৩ নং ওয়ার্ড) ১৫০০ পরিবারের মাঝে চালবিতরণ করা হয়েছে।

এদিকে আগামী রোববার ও সোমবার বাকি ওয়ার্ডের ভিজিএফ আওতাভুক্ত অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।

পৌরসভার দেয়া ভিজিএফ-এর চালবিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি নেছার আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি একে একে সবকিছু বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, দেশে কেউ অনাহারে মরতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী সদা সতর্ক হয়ে তা দেখভাল করে যাচ্ছেন।