মৌলভীবাজারে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, আহত ১৫

সংঘর্ষ

মৌলভীবাজার রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পাঁচজনকে গুরুতর অবস্থায় সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাজিরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, সম্প্রতি কাজিরহাট গ্রামের লেবু মুন্সি বাজারে তার মোবাইল ফোনের জন্য সিম কার্ড কিনতে যায় একই গ্রামের সামছুলের দোকানে। মোবাইল সিমের দাম নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে দুজনের মধ্যে একরকম বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তবে উপস্থিত লোকজন তা মিটিয়ে দেন। এ খবর কাজিরহাট গ্রামের গাফ্ফার ও মাসুকের কাছে পৌঁছায়। এতে বিষয়টি মীমাংসার জন্য দুজনে বৈঠকে বসেন। তবে তা সঠিকভাবে সমাধান হয়নি। শুক্রবার দুপুরে এ বিষয় নিয়ে গাফ্ফার ও মাসুকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ জানায়, উভয়পক্ষ ইটপাটকেলের মাধ্যমে একে অপরের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন শান্ত। পুলিশ মোতায়েন করা হয়েছে।