মৌমাছির কামড়ে গেলো ১১০ প্রাণ!

কামড়ে মানুষের প্রাণ যায়নি, আসলে মৌমাছির কামড়ে ঝরে গেল ১১০টি কবুতরের প্রাণ। পাবনার ঈশ্বরদীতে ঘটেছে এ ঘটনা। মৃত্যু হওয়া কবুতরের মধ্যে রয়েছে বেশকিছু বিদেশি প্রজাতির দুর্লভ কবুতরও।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের বাসিন্দা তানিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তানিম হোসেন বলেন, মৌমাছির চাক থেকে অপরিচিত দু’তিনজন মধু সংগ্রহ করতে আসেন। তারা মৌচাকে হাত দেয়ামাত্রই মৌমাছিরা চারদিকে ছুটাছুটি শুরু করে। এ সময় মৌমাছির ঝাঁক পোষা ১১০টি কবুতরকে কামড় দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় একে একে কবুতরগুলো মারা যেতে থাকে।

মৌমাছির কামড়ে তানিমের চাচাতো ভাই রানা ও জসিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।