মোড়কে মোড়ানো প্রানের ছত্রাক, ভিডিওসহ

মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যেই প্রানের অলটাইম রুটির মধ্যে নতুন প্রানের সন্ধান পেয়েছে ক্রাইম পেট্রোল বিডি। সান্ধ্যকালীন নাস্তায় প্রাণের অলটাইম রুটির মোড়ক খোলা মাত্রই রুটির উপর ছত্রাকের দেখা পাওয়া যায়।

রুটিটির উৎপাদন তারিখ ০৪/০৯/২০২০ইং এবং মেয়াদ শেষ হবার তারিখ ১২/০৯/২০২০ইং। নির্ধারিত সময়ের মধ্যে রুটিতে ছত্রাকের অবস্থান নিয়ে কৌতুহলি ক্রাইম পেট্রোল বিডি টিম।

পিনাট বাটার বান নামের এই রুটিটি দীর্ঘদিন যাবৎ বাজারজাত করছে প্রাণ। এর আগেও বিভিন্ন সময়ে প্রাণের খ্যাদ্যে ভেজালের অভিযোগ মিলেছে।

উল্লেখ্য যে, প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ ছাড়া প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২৫টির বেশি কোম্পানি রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের।

 

 

 

 

 

 

 

এর আগে প্রচারিত সংবাদের কিছু তথ্য

১১ কোম্পানির দুধে সীসা পেল সরকারি প্রতিষ্ঠান

ভেজাল থেকে বাঁচার উপায় কি?

প্রাণের দুধে জীবন্ত মাছ!

ভেজাল পণ্য: প্রাণের চেয়ারম্যানকে গ্রেফতার পরোয়ানা

খাদ্যে ভেজাল থাকার অভিযোগে ‘প্রাণ’ কোম্পানির লাইসেন্স বাতিল