মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে আজ বুধবার সকালে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়। হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এলাকার দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, এদিন সকালে বাগানসংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগালের সুপারি কুড়াতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম শহিদুলের লাশ উদ্ধারের কথা জানান। ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’