মোদি থাকা অবস্থায় সম্পর্কে অগ্রগতি হবে না

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মনে করে, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন দুই দেশের সম্পর্কে অগ্রগতি হবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার রেডিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যতদিন ভারত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আছেন, ততদিনে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘এ অঞ্চলের (দক্ষিণ এশিয়া) মঙ্গলের জন্য ভারতের সঙ্গে উত্তেজনা চায় না পাকিস্তান।… ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান।’

সারতাজ আজিজ আরো বলেন, ‘কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কখনো নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। কাশ্মীরিদের স্বশাসনের জন্য পাকিস্তান রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা সব সময় অব্যাহত রাখবে।’

রেডিও পাকিস্তানকে দেওয়া ওই সাক্ষাৎকারে সারতাজ আজিজ আফগানিস্তান সম্পর্কে বলেন, প্রতিবেশী দেশে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আবারও নতুন উদ্যমে কাজ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সরকার ও হিজব-ই-ইসলামির প্রধান গুলবাদিন হিকমাতিয়ারের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা একটি মডেল। আফগানিস্তানের অন্য গ্রুপগুলো চাইলে এ মডেল গ্রহণ করতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত।