মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বাঁশবাড়িয়া পশ্চিম পাড়ার মাঠ পাড়া রাস্তার বেহাল দশা

আল-আমীন, মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার একটি অংশ মাঠ পাড়া নামে পরিচিত এই পাড়া লোকসংখ্যা প্রায় ৮০০ জন বাঁশবাড়িয়া গ্রামের অধিকাংশ কৃষকের আবাদের ফসল এই রাস্তা দিয়ে আনা নেওয়া করা হয়। কিন্ত দীর্ঘ দিন যাবত রাস্তাটি মেরামত না হওয়া এবং ব্রিক সলিং এ রুপান্তর না হওয়া খাল র্খন্দকে ভরে গেছে। মানুষ চলাচলের অনুউযোগি হয়ে পড়েছে।বৃষ্টি হলে কোন ভাবে এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হয় না। গতকাল মঙ্গলবার দিনগত রাত্রীতে এই পাড়ার বাসিন্দা হাসেম আলী,বাড়ী ফেরার এই রাস্তা পড়ে গিয়ে মারাক্তক ভাবে আহত হয় বর্তমান চিকিৎসাধীন অবস্থা আছে। দুংখজন হলেও সত্য এ পাড়ার মাঝ খানে এন এস সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে প্রতিদিন কমল মতি ছাত্র/ছাত্রী স্কুলে আসা যাওয়ার একটি মাত্র রাস্তা,সাম্যন বৃষ্টি হলে হাটু কাঁদাতে পরিনত হয়।বর্তমান রাস্তাটি দিয়ে কোন মানুষ সহ গাড়ী চলাফেরা করিতে পারিতেছে না।রাস্তাটি সাহারবাটি ইউপিতে ৪-কিঃমি আর ধানখোলা ইউপিতে ২.৫-কিঃমি তাই এলাকায় বাসীর প্রানের দাবী পৌরসভার নিকট হওয়া সও্যে আমরা গহিন অরন্যে বসবাস করিতেছি।এন এস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,এই রাস্তা দিয়ে জনসাধারন সহ কোন যানবহন চলাফেরা করিতে পারে না।৮নং ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান,এই রাস্তা অবস্থা খুব খারাপ চেষ্টা করিতেছি কাজ করিবার জন্য।সাহারবাটি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জানান, কয় দিন হলো দ্বায়িত গ্রহন করা দেখি কি দিয়ে কি করা যায়।গাংনী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাথে যোগাযোগ করিলে টেলিফোন পাওয়া যায় নি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ –উজ-জামান জানান , বিষয়টি আমার জানা ছিলো না দেখি দুরত কোন ব্যবস্থা নেয়া যায় কি না।