মেহেরপুর গাংনী চিতলা পাট বীজ খামারের শ্রমিকদের সাদা চামড়া কদর বেশী ?

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনীর চিতলা পাট বীজ খামারের পুরুষ শ্রমিক এ পাশাপাশি মহিলা শ্রমিকরা কাজ করে কিন্ত দুরভাগ্য জনক হলেও সত্য উওর বক্ল শ্রমিক সর্দ্দার নরপশু জয়নাল খাঁ, প্রতিদিন খামারে জুগীন্দা, বাঁশবাড়িয়া গ্রাম থেকে মহিলা শ্রমিকরা কৃষি কাজ করিবার জন্য আসে এদের যে সব মহিলা সুন্দরী কম বয়স তাদের কে বেছে বেছে কাজে লাগায়। কিন্ত তাদের জন্য ভাগ্য খারাপ যাহারা অসুন্দর। বাঁশবাড়িয়া গ্রামের ৪জন মহিলা শ্রমিক ও জুগীন্দ গ্রামের ৫জন মহিলা শ্রমিক এই প্রতিনিধিকে জানান দেশে বিচার বলে কিছু নেই কারণ একজন শ্রমিক সর্দ্দার চিতলা পাট বীজ খামারের যে রামরাজ্য কায়েম করিয়াছেন তার নিদর্শন চোখে না দেখিলে বিশ্বাস করা যাবেনা। এই বিষয়ে ডিএডি আঃ বাতেন সাথে যোগাযোগ করিলে তিনি জানান শ্রমিক সর্দ্দার জয়নাল খাঁর বিরুদ্ধে খামারের প্রচলিত আইনে বিচার করা হবে।