মেহেরপুরে বিদ্যুত স্পৃষ্টে রাজ মিস্ত্রির মৃত্যু: হাসপাতাল ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের চক্রপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে হাবিবুর রহমান (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান শহরের চক্রপাড়ার হেকমত আলীর ছেলে। এ ঘটনায় চক্রপাড়ার স্থানীয় জনগণ মেহেরপুর জেনালের হাসপাতালে হামলা চালিয়ে জরুরি বিভাগে ভাঙচুর করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বাবুল হোসেনের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করার সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে হাবিবুর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে, হাসপাতালের মেডিকেল সহকারী ডা. লিপু সুলতান তাকে মৃত ঘোষণা করেন।
পরে মৃত হাবিবুরের লাশ বাড়ি নিয়ে গেলে, লাশ নড়ে উঠে এ সময় তাকে আবারও মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আনা হয়। এসময় চিকিৎকদের অবহেলায় তার মৃত্যুর অভিযোগ তুলে স্থানীয় জনগণ হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

খবর পেয় মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্ব পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জানতে চাইলে মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল সহকারী ডা. লিপু সুলতান বলেন, বিদ্যুত স্পৃষ্টে হাবিবুর রহমান আগেই মারা গেছে। কিন্তু অনেক সময় রোগী মারা যাওয়ার পরে তার শরীরের রগ ছেড়ে যায়। তখন মনে হয় লাশ নড়ে উঠছে। এখানে সেই ঘটনা ঘটেছে।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এঘটনায় অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।