মেহেরপুরে পথচারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ: ২ টি বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পথচারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ১টি বোমা বিস্ফোরণ হলেও ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ২টি বোমা উদ্ধার করে পুলিশ। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার রাত সাড়ে ১১টার সময় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ সড়কে পথচারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা,গাংনী কেন্দ্রীয় গোরস্থানপাড়ার মিলন হোসেন নামের এক চায়ের দোকানদার গাংনী বাজারে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। মিলন গাংনী আখ সেন্টারের পাশ দিয়ে ঈদগাহ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দু’জন অপরিচিত যুবক ব্যাগ হাতে নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক থেকে আখ সেন্টারের পাশ দিয়ে ঈদগাহ সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। মিলন দূরে থেকে ওই যুবকদের পরিচয় জানতে চাইলে,তারা পরপর ৩টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ১টি বোমা বিস্ফোরণ ঘটলেও ২টি বোমা অবিস্ফোরিত হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে ২টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দু’যুবককে চিহ্নিত ও আটক করতে পুলিশের কয়েকটিদল মাঠে নেমেছে।