মেহেরপুরে আজ মহাসপ্তমী পূজা

মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরে আজ শনিবার মহাসপ্তমী বিহিত পূজা। পূর্বাহ্নে নব পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে সপ্তমী বিহিত পূজার শুরু হয়েছে। নয়টি গাছের পাতা প্রতিটি দেবীর কাছে প্রতিস্থাপন ও কলা বউ স্থাপন করেন ভক্তরা।প্রার্থণার মাধ্যমে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কমনা করেন হিন্দু ধর্মাবিলম্বীরা। এছাড়াও ভোগ, আরতি ও অঞ্জলি প্রদানের মাধ্যমে সপ্তমি পূজা পালন করা হচ্ছে। আজও মন্ডপে মন্ডপে চলছে দেবীর আরাধনা।
৩০ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে আসার আমন্ত্রন জানানো হয়েছিলো দেবী দূর্গাকে। আজ মহাসপ্তমী। গতকাল ছিলো ষষ্ঠি পূজা। মন্ডপে মন্ডপে চলছে চীপাঠ, অঞ্জলি প্রদান, ভোগ, আরতি। ঢাক ঢোল আর শঙ্কের ধ্বনিতে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। মন্ডপে মন্ডপে বাড়ছে ভক্তদের ভিড়। পঞ্জিকামতে দেবী দূর্গা এবার ঘোড়াই চড়ে মর্ত্যলোকে এসেছেন, গমনও করবেন ঘোড়াই চড়ে। এছাড়াও দিন রাত প্রার্থনায় মশগুল থাকবেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি অনেকেই তাদেও ব্যাক্তিগত চাওয়াগুলো প্রার্থণার মাধ্যমে দেবীর কাছে তুলে ধরবেন।