মেট্রোপলিটন পুলিশের সভা অনুষ্ঠিত

বরিশাল : বরিশালে সুষ্ঠু ও সুন্দরভাবে পশুরহাট পরিচালনার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার জেলা পুলিশ লাইনস ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে মেট্রোপলিটন পুলিশ।

সভায় কোরবানির পশুর ক্রেতা, বিক্রেতা ও বেপারীদের সুবিধার্থে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

সভায় পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বলেন, যেকোনো মূল্যে ঈদুল আজহার পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোরবানির পশুরহাটে জাল টাকা শনাক্ত করা, টাকার লেনদেনসহ ক্রেতা, বিক্রেতা ও বেপারীদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর দুটি স্থায়ী এবং সাতটি অস্থায়ী পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি হাটের জন্য একটি করে জাল টাকা শনাক্তকরণ মেশিন চাওয়া হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়েদুর রহমান, উপ-কমিশনারবৃন্দ, সহকারী কমিশনারগণ, পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।