মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৭ ডাকাত

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছেন কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুরানবেড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদাসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা নদীতে সন্দেহজনক দুটি নৌকা থামার জন্য সংকেত দেওয়া হয়। তখন ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে পাঁচটি রামদা, একটি চোখা রাকসা, একটি লোহার পাইপ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩), শফিক হাওলাদার (২১)। তারা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।