মেকআপের আয়ু বাড়াতে ৫ উপায়

খুব পছন্দের প্রসাধনীর ক্ষেত্রে এক্সপায়ারির তারিখ এসে যাওয়ার পর সেটাকে বাতিল করতে যেন আমাদের বুকটা কষ্টে ফেটে যায়। আর তার চেয়েও বেশি কষ্ট হয় যখন এক্সপায়ারের তারিখের আগেই পছন্দের কোনও প্রসাধনী নষ্ট হয়ে যায়। প্রসাধনীর ঠিক মতো যত্ন না করলে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে 5টা উপায়ে আপনার প্রসাধনী দ্রব্য দীর্ঘদিন ভাল রাখতে পারবেন।

দোকান থেকে যেকোনও মেকআপ কেনার পর তা যত্নে রাখা খুবই জরুরি। ঠাণ্ডা, শুকনো স্থানে সঞ্চয় করা সবচেয়ে বেশি প্রয়োজন। লিক্যুইড ফাউন্ডেশন, লিপস্টিক সোজাভাবে দাঁড় করিয়ে রাখুন। পাউডার বা জেল প্রোডাক্ট সাধারণভাবেই রাখতে পারেন। খেয়াল রাখবেন আপনার মেকআপ প্রোডাক্ট যেন আর্দ্রতার থেকে দূরে থাকে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

১। যত্নে রাখুন

দোকান থেকে যেকোনও মেকআপ কেনার পর তা যত্নে রাখা খুবই জরুরি। ঠাণ্ডা, শুকনো স্থানে সঞ্চয় করা সবচেয়ে বেশি প্রয়োজন। লিক্যুইড ফাউন্ডেশন, লিপস্টিক সোজাভাবে দাঁড় করিয়ে রাখুন। পাউডার বা জেল প্রোডাক্ট সাধারণভাবেই রাখতে পারেন। খেয়াল রাখবেন আপনার মেকআপ প্রোডাক্ট যেন আর্দ্রতার থেকে দূরে থাকে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

২। ঢাকনা চেপে আটকে রাখবেন

কথাটা শুনে বোকা বোকা মনে হতে পারে, কিন্তু প্রসাধনীর কৌটের ঢাকনা চেপে আটকে রাখা খুবই জরুরি। না হলে আর্দ্রতা, ধুলো, ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আপনার পছন্দের মেকআপ প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে এবং তা ব্যবহারের ফলে আপনার ত্বকেরও নানারকম সমস্যা দেখা যাবে। তাই সব সময় যেকোনও প্রসাধনী ব্যবহারের পর তার ঢাকনা চেপে আটকে রাখবেন।
মেকআপ ব্রাশ ব্যবহারের পর নিয়মিত ধুয়ে রাখার অভ্যাস তৈরি করুন।

৩। রেফ্রিজারেটরে রাখুন

শুনতে আজব মনে হতে পারে তবে এই পদ্ধতি অনেকেই অবলম্বন করে থাকে। রেফ্রিজারেটরের ভিতরের কম তাপমাত্রায় আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল থাকবে। নেলপলিশ, সুগন্ধি, আইক্রিম ইত্যাদি রেফ্রিজারেটরের থেকে বের করার ১৫ মিনিট পর সবচেয়ে ভাল কাজ করে।

৪। মেকআপ ব্রাশ ধুয়ে রাখবেন

মেকআপ ব্রাশ ব্যবহারের পর নিয়মিত ধুয়ে রাখার অভ্যাস তৈরি করুন। শিশুদের শ্যাম্পু এবং তেল ব্যবহার করে ব্রাশে লেগে থাকা সমস্ত মেকআপ ধুয়ে ফেলার পরেই আবার একই ব্রাশ ব্যবহার করবেন। নাহলে আপনার সমস্ত মেকআপ প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যাবে।

৫। ঝাঁকিয়ে নিন

নিয়মিত ফাউন্ডেশন এবং আইলাইনার ব্যবহার করলে ব্যবহারের আগে বোতলটা ধরে সাবধানে ভাল করে কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিন। লিক্যুইড প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার না হলে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিলে আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল থাকবে।