মুহূর্তে দূর করুন ঠোঁটের কালচে ভাব

কালচে ঠোঁট নিয়ে অনেকেরই চিন্তার শেষ নেই। ঠোঁট শরীরের একটি কোমল অংশ। ঠোঁট ফেটে যাওয়ার কারণে জেল, লিপবাম, লিপস্টিক ব্যবহার করে, যার জন্য ঠোঁটে কালচে ভাব চলে আসে। আবার অনেকের অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁট কালচে র্বণ ধারণ করে। যত্ন নেওয়ার পরও এই কালচে ভাব দূর করা সম্ভব হয় না। কারণ আমরা সঠিক পন্থা অবলম্বন করি না। চলুন জেনে নেই ঠোঁট গোলাপি রাখার সহজ কিছু নিয়ম।

  • একটুকরো লেবুর উপরে এক চামচ চিনি নিয়ে ঠোঁটের উপর ভাল ভাবে ১ মিনিট রাব করুন পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার একটি ব্রাশ হালকা ভিজিয়ে নিয়ে সেটি ঠোঁটে হালকা ভাবে রাব করুন। এতে ঠোঁটের মরা কোষ উঠে যায়। তার পর ঠোঁটে গ্লিসারিন লাগিয়ে নিন।
  • যেকোন সাদা পেস্ট নিয়ে ঠোঁটে ১-১.৫ মিনিট লাগিয়ে রাখুন। সাদা পেস্টে ক্যালশিয়াম থাকে যা ঠোঁটের জন্য বেশ উপকার।
  • মধু কালচে ভাব দূর করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে মধু ব্যবহার করতে পারেন।