বন্দরটিলায় মূল সড়ক গড়িয়ে-ফুটপাতে ও পানি

মুষলধারে বৃষ্টিতে নগরীর নিন্মাঞ্চল পানির নিচে

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রামঃ নগরীর বিভিন্ন স্থানে আজ সকালের একটানা বর্ষণের ফলে নিন্মাঞ্চল অনেকটাই পানি নিচে রয়েছে বলে জানা গেছে।

১৯জুলাই রোববার সকাল পৌনে ৭টা থেকে টানার বৃষ্টির পানি জমে হঠাৎ জনদূর্ভোগ দেখা দিয়েছে।ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং-টিসিব ভবন(অর্থাৎ-ইপিজেড থানার পশ্চিম পাশ্ব)মূল সড়কে হাটু থেকে কোমর সমান পানি জমে যান চলাচল থমকে গেছে।

পানি স্রোত ও গাড়ির গতিতে জমাট বৃষ্টির পানি ফুটপাত দিয়ে গড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে গিয়ে মালামাল নষ্ট হবার উপক্রম হয়েছে।পতেঙ্গা আবহাওয়া অফিস রোরবার সকালে ১২০ মিলিঃ থেকে ১৫০মিলিঃ পর্যন্ত বৃষ্টিপাত আনুমানিক রেকর্ড হয়।

অত্যন্ত আচার্য্য ওদেখার বিষয় যে, ফ্লাইওভার ব্রিজের নির্মাণ কাজের কারণে বিভিন্ন স্থানে মাটি-বালি, কংকর ওইটের স্তপ পড়ে মূল সড়কের পানির পথ প্রায় বন্ধ হওয়াতে ভিআইপি সড়কে হাটু-থেকে কোমর সমান পানি জমে তীব্র জলযট সৃষ্টি সহ আশংকা করা হচ্ছে মাঠি নরম হওয়া ব্রিজের নির্মাণ কাজের আশ-পাশ ভূমি ধ্বসে পড়তে পারে…!

চসিক পরিচ্ছন্ন টিম কাজে থাকলে ওতাদের কাছে পর্যাপ্ত যন্ত্রাংশ না থাকায় তারা ভালো করে কাজ করতে পারছে না। এ ব্যাপারে চসিক,৩৯নং ওয়ার্ড  পরিচ্ছন্ন সুপারভাইজার সহদেব এবং সহকারী সুপারভাইজার ফখরুল ইসলাম কাউন্সিলরের নির্দেশে তড়িৎ কাজ করলেও মূল সড়কে পানি সরানোর কোন কার্য্যকর উদ্যোগ নিতে পারেন নি। এখানে বর্তমানে বিশাল এলাকা জুড়ে উন্নয়ন কাজ করাতে সব দিকে টিনের বেড়া দিয়ে ডান-বামে রাস্তা বন্ধ থাকায় জনগন বৃষ্টিতে বিপদে পড়েছেন বেশী।আর মাঝে মাঝে গর্ত পড়ে মহাবিপদ ঘটতে পারে।

জনগনের দাবি, বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নিতে যতাযথ কতৃপক্ষের নিকট জোর দৃষ্টি আকর্ষণ কামনা করছেন।