মুরগির মাধ্যমে ছড়াচ্ছে নতুন রোগ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে যখন বিশ্ববাসী বিপর্যস্ত এর মধ্যে নতুন আতঙ্ক ছড়াচ্ছে মুরগিবাহিত ব্যাকটেরিয়া। নতুন এই ব্যাকটেরিয়ার নাম সালমোনেলা। ইতিমধ্যেই এই সালমোনেলায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ জন। হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৬ জন। মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ তথ্য দিয়েছে।

বুধবারই সিডিসি জানায়, পোলট্রির হাঁস ও মুরগি থেকেই ছড়াচ্ছে এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই ৫ বছরের কম বয়সী শিশু এই ব্যকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে।

এদিকে এই বছরই ৪২ টি দেশে সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। প্রায় ৪৬৫ জন আক্রান্তও হয়েছেন এই বছরে। যা গত বছরের দ্বিগুণ। যা সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে।