মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে ভারতের মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকায়। ফলে সোমবার (১২ অক্টোবর) সকালে সমস্যায় পড়েছেন লাখ লাখ মুম্বাইবাসী।

শহরের ইলেকট্রিক সাপ্লাই বোর্ড থেকে জানানো হয়েছে, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার কারণেই মূলত এ বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিপর্যস্ত মুম্বাইয়ের ট্রেন সেবা। বেশ কিছু স্টেশনে ট্রেন থেমে থাকায় আটকে পড়েছেন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেললাইন ধরে যাত্রীদের হেঁটে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনও।

সপ্তাহের শুরুতে বিদ্যুতের বিপর্যয়ে স্তব্ধ ভারতের বাণিজ্যনগরী। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি কিছুক্ষণের মধ্যেই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, সবারই ইলেকট্রিসিটি গেছে? কী চলছে? অপর একজন লিখেছেন, সারা শহরে কারেন্ট নেই। আসবে কখন?

জানা গেছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে।