মুন্সীগঞ্জে বিষাক্তদ্রব্য খেয়ে শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান বিষাক্তদ্রব্য খেয়ে সাব্বির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো তিন শিশুকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার তালতলার ফুরসাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভাঙাড়ি ব্যবসায়ী সামসুদ্দিনের পুরনো মালামালের স্তূপ থেকে কুড়িয়ে আচার খেয়ে চার শিশুই অসুস্থ হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সাব্বিরকে মৃত ঘোষণা করনে এবং বাকীদের ঢাকায় রেফার্ড করেন।

অসুস্থরা হলেন, সাব্বিরের এর ভাই  রাব্বি (৬), চান্দু মিয়ার ছেলে সিফাত (৫), ইমন হোসেনের ছেলে কাউছার (৫)

মৃত শিশু সাব্বিরের বাবা মো. রিয়াজ মিয়া বলেন, তার দুই ছেলে সাব্বির ও রাব্বিসহ একই বাড়ির প্রতিবেশী ইমনের ছেলে কাউসার ও চাঁন মিয়ার ছেলে সিহাব দুপুরের দিকে বাড়িতে খেলাধুলা করছিল। বাড়ির পাশে ভাঙারি ব্যবসায়ী সামসুদ্দিনের পুরনো মালামালের স্তূপ থেকে কুড়িয়ে বিষাক্ত কিছু খেলে তারা সবাই অসুস্থ হয়। পরে আমার দুই ছেলেসহ প্রতিবেশী শিশু কাউসারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট ছেলে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ডা. আসাদুজ্জামান বলেন, বিষাক্ত কিছু খাওয়ার কারণে শিশুটি বিষক্রিয়ায় মারা গেছে। অন্য দুই শিশুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।