মুন্সিগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে এক শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে আসলাম (২৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শ্রমিক। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গজারিয়া ঘাটের নিকটবর্তী নয়ানগর এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি ডুবে যাওয়া বাল্কহেড এমভি নাড়িয়া থেকে উদ্ধার করা হয়। আসলাম বরগুনা জেলার মৃত কেরামত আলীর ছেলে। গজারিয়া কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নেয়। নিখোঁজ বাকি দুই মরদেহ বাল্কহেডের ভেতরে আছে কিনা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে৷ এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিখোঁজ বাল্কহেডের সন্ধান পাওয়া যায়। গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে ডুবুরি পাঠিয়ে তল্লাশি চালিয়ে নিখোঁজ আসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুই নিখোঁজ শ্রমিক ইমদাদ (৪০) ও রাধুনি মান্নান (৫২) সেখানে আছে কিনা দেখা হচ্ছে৷ উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ভোরে ঢাকাগামী যাত্রীবাহী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এমভি নাড়িয়া বাল্কহেড তিন শ্রমিক নিয়ে ডুবে যায়।