মির্জাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) টাঙ্গাইলের মির্জাপুরে আসছেন। ওইদিন মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯ প্রাপ্তদের মধ্যে পদক প্রদান এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা কার্যক্রমের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে কুমুদিনী হাসপাতালের নতুন গ্রন্থাগারে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার সম্মানে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯ এ ভুষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি। তার হলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দি (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন। আগামী ১৪ মার্চ পদকপ্রাপ্তদের প্রতিনিধি এবং পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের একাডেমিক উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, বর্তমান অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম,ভারতেশ্বরী হোমসের শিক্ষিকা হোনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রথমবারের মত কুমুদিনী হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুমুদিনী ক্যাম্পাস জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। পুরো ক্যাম্পাস যেন নতুন সাজে সাজছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ট্রাস্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।