মিরপুরের রূপনগর এলাকায় অভিযান

ঢাকা : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পুলিশের অভিযানে জঙ্গি মুরাদ নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর ভবনে অভিযান শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গেলে এক জঙ্গি গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে জঙ্গি মুরাদ নিহত হয়।

পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান জানান, নিহত জঙ্গি মেজর জাহাঙ্গীর আলম মুরাদ। তিনি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। একই সঙ্গে তিনি নব্য জেএমবির সামরিক শাখার অন্যতম নেতা ছিলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘তিনি জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিমের ডান হাত ছিলেন বলে আমরা জেনেছি।’

এদিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তবে সেদিন তাকে বাড়িতে পাওয়া যায়নি। সে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। শুক্রবার সে আবার ওই বাড়িতে আসে।

তিনি জানান, এর আগেও একদিন ক্রাইম ইউনিটের সদস্যরা ওই বাসায় অভিযানে যান। তবে সেদিন বাসাটি তালাবদ্ধ ছিল। ফিরে আসার সময় বাড়িওয়ালাকে বলা হয়- ভাড়াটিয়া এলে পুলিশকে জানাতে। শুক্রবার সে মালামাল আনতে বাসায় গেলে বাড়িওয়ালা বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অভিযান চালায়।

‘তালা খুলে বাসায় ঢুকলে সে পুলিশকে স্ট্যাব করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে পালাতে গেলে পুলিশের গুলিতে মুরাদ নিহত হয়।’