মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

ভোর থেকেই মতলবে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি দল ভিভিন্ন অঞ্চলে অভিযান চালায়। মতলব উত্তরে আটজন এবং হাইমচর থেকে আরও দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড জরিমানা করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভোলায় ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার জাল ও ৬৫ কেজি ইলিশ। বোরহানউদ্দিনে ১০ জেলেকে আটক ও এক বছর করে জেল এবং পাঁচজনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মনপুরায় ৫ হাজার মিটার জাল আটক করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

লৌহজং উপজেলা পদ্মা এলাকায় চলছে অভিযান। নৌপুলিশ বৃহস্পতিবার ১৪ জেলেসহ বিপুল পরিমাণ জাল জব্দ করে। এখন পর্যন্ত চাল জেলেকে আটক করেছে নৌ পুলিশ।