মাস্ক পড়তে ভুলে গেছেন সি আর সেভেন

পায়ের ইনফেকশনের জন্য উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচের প্রথম স্কোয়াডে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো গ্যালারিতে বসে থাকতে ঘটনাটা ধরা পড়ল ক্যামেরায়। আশপাশে তার সতীর্থ থেকে স্টাফ—সবাই মুখে মাস্ক পরা। করোনাভাইরাস প্রকোপের এ সময়ে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। তাতে নিজে নিরাপদ থাকার পাশাপাশি অন্যদেরও নিরাপদে রাখায় যায়। কিন্তু এ কী! রোনালদোর মুখে মাস্ক নেই। হয়তো ভুলে গিয়েছিলেন কিংবা পরেননি—সে যে কারণেই হোক অফিশিয়ালরা কিন্তু তাকে মাস্ক পরার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়েছেন। যে কারণে মৌখিক সতর্কতাও পেতে হয়েছে তাকে।

মাঠের বাইরের ঘটনায় খানিক বিব্রত হলেও, ম্যাচ শেষে হাসিমুখেই বের হয়েছেন রোনালদো। হোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোতা, হোয়াও ফেলিক্স এবং আন্দ্রে সিলভার গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে পর্তুগাল। যার ফলে শেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে না পারায় বেড়েছে রোনালদোর সেঞ্চুরির অপেক্ষা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ৯৯টি। আর মাত্র একটি গোলেই পূরণ হবে সেঞ্চুরি। যা হয়তো দেখা যেতে পারে সুইডেনের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে।