মাস্ক পরলেও ঠিক থাকবে মেকআপ

করোনার ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। সুস্থ থাকতে এখন মাস্ক ব্যবহারের বিকল্প নেই। মাস্ক পরলে রোগ-জীবাণু থেকে দূরে থাকা যায় একথা সত্যি, পাশাপাশি কিছু অসুবিধায়ও পড়তে হতে পারে।

যারা সাজগোজ পছন্দ করেন, বেশি সমস্যা মূলত তাদেরই হচ্ছে। কারণ মাস্কে মুখ ঢাকার ফলে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে। তবে কিছু উপায় রয়েছে সেগুলো অনুসরণ করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে ও ঠিকঠাক থাকবে মেকআপ-

তাই আজ আমরা আপনাদের এমন কিছু টিপস দেব, যা ফলো করলে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

মেকআপ করার আগে প্রাইমার লাগান

মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার লাগান। অনেকেই মেকআপের আগে প্রাইমার ব্যবহার করেন না। প্রাইমার লাগালে মেকআপ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। তাই, সুন্দর মেকআপের জন্য প্রাইমার লাগানো উচিত।

ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন

মাস্ক লাগালে মুখে অতিরিক্ত ঘাম হয়। তাই, এক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা উচিত, তাহলে আপনার মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। আপনার ত্বকের ধরণ অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কিনুন। এটি প্রয়োগের পরে আপনার বারবার টাচআপ করারও প্রয়োজন হবে না।

মেকআপ সেট করুন

মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। মেকআপ সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

ম্যাট লিপস্টিক ব্যবহার করুন

ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে যায় না। তাই, মাস্ক ব্যবহার করলে ম্যাট লিপস্টিক লাগাতে পারেন। যেকোনও ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন।