মাশরাফির চোখে শান্ত সেরা প্রতিভাবান ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাজমুল হোসেন শান্তর অভিষেক হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৯ ইনিংসে ১৮০ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। বল হাতে নিয়েছেন ২ উইকেট।

যুব ক্রিকেটে দূত্যি ছড়ানো এ ক্রিকেটারকে ভাবা হচ্ছে ভবিষ্যতের জাতীয় দলের তারকা। সেজন্য জাতীয় দলের অনুশীলনেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ৯ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। গেম ডেভেলাপমেন্ট প্রোগ্রামের আওয়াত নাজমুল হোসেন শান্তকেও অস্ট্রেলিয়া পাঠিয়েছে বিসিবি। জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডেও যাবেন তরুণ ক্রিকেটার। তার সঙ্গে আছেন পেসার এবাদত হোসেনও। তালিকার নতুন নাম ঢাকা ডায়নামাইটসের হয়ে ওপেন করা মেহেদী মারুফ।

নাজমুল হোসেন শান্তকে খুব কাছ থেকে দেখেছেন মাশরাফি। তরুণ এ ক্রিকেটারকে নিয়ে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন,‘বিপিএল দিয়ে একটা খেলোয়াড়কে কাউন্ট করা খুব কঠিন। কিন্তু আমি বলতে পারি শান্ত খুব প্রতিভাবান ক্রিকেটার।ওর মধ্যে অন্যরকম একটা ‘স্পিড’ আছে যেটা কাছ থেকে দেখে আমার মনে হয়েছে।ওইটা যদি ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় ও ভালো খেলোয়াড় হবে। সত্যি বলতে আমি যুব ক্রিকেটে যে কজন ক্রিকেটার দেখেছি তার মধ্যে ওকে আমার সবথেকে প্রতিভাবান মনে হয়েছে।’

মেহেদী মারুফকে নিয়ে মাশরাফি বলেন,‘মেহেদী মারুফের সাথে আমি কখনও খেলিনি। কিন্তু বিপিএলে ও অনেক ভালো খেলেছে সে হিসেবে ও যাচ্ছে। আশা করি সে ওখানে ভালো করবে।নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে অবশ্যই ও ভালো করবে।’