মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ যুক্তরাষ্ট্রে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৬৫ দিন। দু’দলের আনুষ্ঠানিক মনোনয়ন শেষে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের পদপ্রার্থী জো বাইডেন মুখোমুখি। নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে জো বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা লস অ্যান্জেলেস শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, বাংলা ভাষাভাষি ভাই-বোনদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, আমরা আশা করি বাঙালিরা যে যেখানে থাকুক না কেনো তারা অবশ্যই জো বাইডেন এবং কমলা হ্যারিসকে ভোট দেবেন।

এদিকে দেশটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলন ও অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।