মার্কিন ড্রোনে ঈগলের হামলা

মার্কিন ড্রোনে ঈগলের হামলা

ড্রোন ওড়াতে গিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। সরকারি কাজে ব্যবহার করা উড়ন্ত এক ড্রোনে হামলা করে বসে বিরাট একটি ঈগল পাখি। ডানার ঝাপটায় ড্রোনটিকে মুহূর্তে মাটিতে ফেলে দেয় পাখিটি। ঝাপটার এতই জোর ছিল যে, পুরো ড্রোনটিই নষ্ট হয়ে গেছে।

জানা গেছে, উড়ন্ত ড্রোনটিতে যখন ঈগলটি হানা দিচ্ছিলো তা বুঝতে অনেক দেরি হয়ে যায় এর চালকের। ততক্ষণে ঈগলের হানায় বিধ্বস্ত হয়ে যায় ড্রোনটি। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়।

আকাশে মাত্র ৭ মিনিট উড়তে পেরেছিলো ড্রোনটি। এরপরেই হামলা করে ঈগল। মাত্র সাড়ে তিন সেকেন্ডের মধ্যে ড্রোনটিকে ধ্বংস করে দেয় ঈগলটি। ড্রোনটি বেশ দামীই ছিল। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা। অন্যদিকে হামলা করা পাখিটিও যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি।

ধারণা করা হচ্ছে, সম্ভবত ড্রোনটিকে শত্রু হিসেবে ভেবে নিয়েছিল পাখিটি। তাই বিলম্ব না করে হামলা চালায় ড্রোনের ওপরে। অথবা সেটিকে খাদ্য ভেবে হামলা চালিয়েছিল ঈগলটি।

সূত্র: ইউএসএ টুডে