মারা গেলেন সাবেক এমপি মজিদ মণ্ডল

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ আবদুল মজিদ মণ্ডল (৭২) আর নেই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে শ্বাসকষ্টের কারণে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি মণ্ডল গ্রুপের চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার বড় ছেলে বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের এপিএস তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা-থানা আওয়ামী লীগ ও এনায়েতপুর প্রেসক্লাবের নেতারা।

পারিবার ও রাজনৈতিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মৃত হাজী জহুরুল ইসলামের বড় ছেলে শিল্পোদ্যোক্তা আলহাজ আবদুল মজিদ মণ্ডল ব্যবসায়ী জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দেশের বিখ্যাত গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া বেশ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এবং সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে।

এ ছাড়া রাজনৈতিক নেতা হিসেবে আবদুল মজিদ মণ্ডল তার নির্বাচনী এলাকায় একজন মানবিক সংসদ সদস্য হিসেবে নেতাকর্মীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মজিদ মণ্ডল সরকারি সহায়তার পাশাপাশি হাজী আবদুল মজিদ মণ্ডল ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণকে নানাভাবে সহায়তা করেছেন।। নির্লোভ এই শিল্পপতি ও সাবেক সাংসদ এলাকার উন্নয়নে রেখেছেন স্মরণীয় ভূমিকা।

এদিকে আবদুল মজিদ মণ্ডলের মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকার সব রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা রুপনাই ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে বর্তমান সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল।