মানিকগঞ্জ সদর উপজেলার দীঘির  আঃ সালাম সিকিম আলী(পীর সাহেব) আর নেই

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দীঘি ইউনিয়নের ৮- নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রহিম উদ্দিন ফকিরের ঘড় আলো করে ১৯৩৯ সনের ১- লা জানুয়ারি তারিখে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন আঃ সালাম সিকিম আলী।

মাত্র ৮২ বছর ৪দিন বয়স পূর্ণ করেই ৫- ই জানুয়ারি ২০২১ ইং রোজ মঙ্গলবার ভোর রাত ১:১০ মিঃ নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সুত্রে জানা যায়, আঃ সালাম সিকিম আলী গত সাতটি বছর যাবৎ অসুস্থ থাকা অবস্থায় আজ ৫- ই জানুয়ারি ২০২১ সনের ভোর রাত ১:১০ মিঃ নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
 বড় ভাটবাউর এলাকার স্থানীয় বাসিন্দা ইমান আলী জানান,  পাকিস্তান আমলে আঃ সালাম সিকিম আলী (পীর সাহেব) গৃহত্যাগী হয়ে ফরিদপুর যান। সেখানে শুকুর পাগলার নিকট হতে খেলাফত প্রাপ্ত পীর জনাব আবেদ ফকিরের হাতে বায়য়াতী গ্রহণ করেন। পরবর্তীতে আবেদ ফকিরের নিকট হতে খেলাফত প্রাপ্ত হয়ে পুনরায় নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। আমি তার হাতে ৩-য় নম্বরে বায়য়াতী গ্রহন করি।  প্রতি বছর তার পিতার পালনকৃত মাঘীপূর্ণিমায় মাদারের শিরনী করে আসছিলেন তিনি। এ শিরনীর বিশেষ আকর্শন আগুন ধামাইল দেখতে গভীর রাতে ভরা পুর্নিমার সময় শত শত লোকের সমাগম ঘটে।
অসুস্থ হওয়ার পরবর্তী সময়ে তার বড় ছেলে মোঃ সুলতানকে শিরনী এবং মেলার সকল দায়িত্ব স্বর্বসম্মতিতে দিয়ে রাখেন।
বাদ যোহর, এ মহান আধ্যাতিক পুরুষ আঃ সালাম সিকিম আলীর ৫- ম ছেলে কুরআনে হাফেজ নূর মুহাম্মদ এর ঈমামতিতে শত শত ভক্তবৃন্দের  উপস্থিতিতে জানাযার কাজ শেষ হয়।
জীবদ্দশায় তিনি  ৬-ছেলে মোঃ সুলতান, মমিন, শাহালী, আমিনুর, নূর মুহাম্মদ ও নূর আলম সহ অসংখ্য ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আগামী ১৮- ই জানুয়ারি রোজ সোমবার বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করেছেন তার পরিবার ও গ্রামবাসি।