সদরের গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার

মানিকগঞ্জ বেউথা আন্ধারমানিক সড়ক এখন মরনফাঁদ

ইনভেষ্টিগেটিভ ক্রসপন্ডেন্ট ( মানিকগঞ্জ ): বেউথা কালিগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের পর মানিকগঞ্জের দক্ষিনে, তথা বেউথা আন্ধারমানিক  ৮নং ওয়াড বাসীর যোগাযোগের ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটে । সেতুর কারনে ঐ  ৮নং ওয়াডে প্রায় ১ লক্ষাধিক মানুষের চলাচলে বন্ধ্যাত্ব দূর হয় ।

চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষারথী সহ অগনিত যাএী সাধারন স্বল্প সময়ে জেলা সদরে যাতায়াত করতে শুরু করে । কৃষক তার উৎপাদিত পন্য জেলা সদরে বিক্রি করে ভাগ্য পরিবর্তন করে । কিন্তু বেউথা কালিগঙ্গা ব্রীজের দক্ষিন পাড়ের একশত গজ দুরে বেউথা আন্ধারমানিক মোড়টি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । প্রতিনিয়ত রিক্সা, অটোরিক্সা, ভ্যান, মালবাহী ট্রাক ও যাএীবাহী বাস দুর্ঘটনার শিকার হচ্ছে ।

মানিকগঞ্জ পৌরসভার মেয়রকে বার বার অবহিত করার পরও অদ্যাবধী কোন কার্যকরি ব্যবস্থা গ্রহন করেননি । এলাকাবাসীর আশংকা দ্রুত সড়কটি মেরামত না করা হলে পরিস্থিতি ভয়ানক রুপ ধারন করতে পারে । এহেন বেগতিক পরিস্থিতির দ্বায়-ভার কে নেবে এটাই এখন এলাকাবসীর মুখে মুখে !