মানিকগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসারের  কম্বল বিতরণ

মোঃ আরিফুল ইসলাম অনুসন্ধান, সংবাদদাতা, মানিকগঞ্জঃ ৮-ই ডিসেম্বর ২০২০ ইং রোজ মঙ্গলবার প্রকৃতির নিয়মে সন্ধ্যা হলে শীতের আগমনের সাথে সাথে যখন ঘনকোয়াশা পড়তে শুরু করে। সাধারণ মানুষ যখন বাসায় ফিরে যায়।

ঠিক তখনই মানিকগঞ্জ জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন জানতে পারেন,ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানরা মমতাজ চক্ষু হাসপাতালের পশ্চিমে  এক পাগলী এই শীতে না খেয়ে কষ্ট করছে। মানবতার অতন্ত্র সেবক সাথে সাথে ছুটে গিয়ে পাগলীকে দুটি কম্বল এবং কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।
মানিকগঞ্জ জেলার সদর থানার ওসি তদন্ত জনাব মোঃ মিজানুর ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। তিনিও পাগলীকে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লোক মারফতে জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানরা  নামক স্থানে রাস্তার ধারে এক পাগলী শীতে কষ্ট করে না খেয়ে বসে আছে। তখনই এই পাগলীকে শীতের তিব্রতার কথা চিন্তা করে দুটি কম্বল বিতরণ করতে ছুটে আসি।
এ সময় পাগলী কম্বল এবং নগদ অর্থ পেলে আনন্দিত হতে দেখা যায়।